
ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলিজিয়েট গালর্স স্কুলে
জরায়ুর মুখে ক্যান্সার ও স্তন ক্যন্সারের কারণ, লক্ষণ এবং প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ন্যাপকিন বিতরণ করা
হয়।ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেডের আয়োজনে ও এপেক্স ফাউন্ডেশনের বাস্তবায়নে
এবং দি হোপ ফাউন্ডেশন কোরিয়া) এর অর্থায়নে মঙ্গলবার (৬ ফেরুয়ারি) দুপুর ২টায় অত্র শিক্ষা
প্রতিষ্ঠানের মিলনায়তনে এসব নারী শিক্ষার্থীদের ন্যাপকিন বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম
মফিদুল ইসলাম। লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলিজিয়েট গালর্স স্কুলের অধ্যক্ষ স ম নাসির
উদ্দিন মাহ্তাব এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার পয়েন্ট হাসপাতালের
গাইনি বিশেষজ্ঞ ডাক্তার অনুপমা পাল।
এপেক্স ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ম্যানেজার মো. জাকিরুল ইসলামের পরিচালনায় এসময় আরো
উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, ডাক্তার পয়েন্ট হাসপাতালের
চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, ডিরেক্টর মো. বিল্লাল হোসেন, শিক্ষক শেখ মো. ওবাইদুল্লাহ,
সুইট রায় সহ বিভিন্ন শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ। #