• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭
সর্বশেষ :
God Mode pour Windows 10 ➤ Accédez facilement à tous les réglages Bluetooth Driver for Windows 10 ➤ Téléchargez et Installez Facilement সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতা রফিক খানের মার্কেট নির্মান; দ্রুত উচ্ছেদের দাবী আশাশুনিতে হ ত্যা মামলার আসামী ডাবলুসহ তার বাহিনীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন  বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা খুলনায় গ্রান্ট উইন্ডোর গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খু ন সন্দেহে একজনকে পিটিয়ে হ ত্যা নওগাঁ মান্দায় কৃষক হ ত্যা’র দায়ে ২৬জনের যাবজ্জীবন কা রা দ ন্ড দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতি মুক্ত হয়েছে : সাবেক সংসদ মোশারফ হোসেন বৃহত্তর বগুড়া সমিতির আহ্বায়ক মুকুল, সদস্য সচিব টিটু

ল্যাপটপের নতুন পাওয়ার ব্যাংক বাজারে

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

আইটি: বাজারে এলো ল্যাপটপের পাওয়ার ব্যাংক। পোর্টোনিক্স নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতের বাজারে এটি মাত্র ৪০০০ রুপিতে বিক্রি করছে। মডেল ‘পোর্টোনিক্স এএমপিবক্স ২৭কে’। ব্যাটারি বক্সটি দিয়ে অনায়াসে যেকোনো ল্যাপটপ চার্জ দেওয়া যাবে। এজন্য এটি ৬৫ ওয়াট আউটপুট সমর্থন প্রদান করেছে। তাই যেসব ডিভাইসে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে সেগুলো দ্রæত চার্জ হবে। নতুন পাওয়ার ব্যাংকের ডিজাইন খুবই কমপ্যাক্ট। এটি ২ ইঞ্চি পুরু এবং ৬ ইঞ্চির একটু বেশি লম্বা। এর মানে হল যে এটি খুব বহনযোগ্য এবং আপনি ভ্রমণের সময় আপনার ডিভাইসগুলো চার্জ করার জন্য এটি আপনার সঙ্গে বহন করতে পারেন। কোম্পানি এই ল্যাপটপটি তৈরি করতে উচ্চ গ্রেডের উপকরণ ব্যবহার করেছে। এটির ব্যাটারি ক্ষমতা ২৭০০০ এমএএইচ। এই জুস প্যাকটি ৬৫ ওয়াট আউটপুট সমর্থন প্রদান করেছে। তাই যেসব ডিভাইসে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে সেগুলো দ্রæত চার্জ হবে। এই পাওয়ার ব্যাংক দুইটি ইউএসবি টাইপ এ পোর্টের সাহায্যে ১৮ ওয়াট গতিতে দুইটি ডিভাইস চার্জ করতে পারে। যেখানে পাওয়ার ব্যাংকে টাইপ সি পোর্ট ৬৫ ওয়াট আউটপুট দেয়। অর্থাৎ এই পাওয়ার ব্যাংকটি ১২০ মিনিটে ৬৫ ওয়াট টাইপ সি পিডি পোর্টের মাধ্যমে দ্রæত চার্জ করতে সক্ষম। ব্যাটারি বক্সটিতে একটি পাওয়ার সুইচ রয়েছে। এছাড়াও এর ব্যাটারির অবস্থা বোঝানোর জন্য এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য, কোম্পানি আইসি সুরক্ষা প্রদান করেছে, তাই এটি অতিরিক্ত চার্জিং, ওভার ডিসচার্জিং, ওভার কারেন্ট এবং শর্ট সার্কিট থেকে নিরাপদ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com