• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০২
সর্বশেষ :
তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ২ সদস্যকে বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পৌর বিএনপির মতবিনিময় সভা  ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসন বগুড়ায় ইউনিয়ন আ’লীগ নেতা গ্রেপ্তার ডুমুরিয়ায় জলাবদ্ধতায় মাছ চাষিদের কোটি কোটি টাকার ক্ষতি চরাঞ্চলে পতিত জমিতে মিষ্টিকুমড়া চাষে ব্যস্ত সময় করছেন কৃষকরা শ্যামনগরে দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  ডুমুরিয়ায় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন দেবহাটায় ইউএনওর বিভিন্ন মন্দির পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা 

শাকিব ও মারুফ নতুন লুকে আসছে

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: এবারের ঈদে শাকিব খানের নতুন ছবির সাথেই ফাইট করবে কাজী মারুফের ‘গ্রীন কার্ড’ চলচ্চিত্রটি। এমনটাই বললেন চিত্রনায়ক ও প্রযোজক কাজী মারুফ। কাজী মারুফ বলেন, ‘আমি কখনো কারো ভয় বা অনুকম্পায় চলিনি, তাই সমানে সমানেই ফাইট করতে চাই। ঈদেই ছবিটি নিয়ে আসব। এখানে কারো সাথে বিরোধ নেই আমার। আমি চাই একটা সুস্থ প্রতিযোগিতার ভেতর দিয়েই ছবি মুক্তি দিতে।’ উল্লেখ্য, দীর্ঘ কয়েকবছর ধরেই আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করছেন কাজী মারুফ। সেখানেই নির্মাণ করেছেন তার ‘গ্রীনকার্ড’ মুভিটি। ছবি প্রসঙ্গে কাজী মারুফ বলেন, ‘আমার এই ছবিটি আমেরিকান বাঙালিদের জীবনের কঠিন বাস্তবতা নিয়ে তৈরি। যা মানুষকে ভাবাবে, যারা আমেরিকার জীবন সম্পর্কে জানেন বা খোঁজ রাখেন, বা যাদের আত্মীয়স্বজন রয়েছে, তাদের কাছে মনে হবে এটা তো আমারই গল্প।’ ছবিটি রিলিজ দিতেই মার্চে কাজী মারুফ আসবেন ঢাকায়। এসে ছবিটি সেন্সর করবেন। এবং রিলিজের সকল প্রস্তুতি নেবেন। ছবিটি নিয়ে উচ্ছ¡াস প্রকাশ করেছেন কাজী মারুফর বাবা বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেছেন, ‘ছবিটি যেকোনো সময়ে মুক্তি দিলেই দর্শকরা তা গ্রহণ করবে বলে আমি মনে করি।’ এদিকে আরো একটি চমক লাগানো খবর হলো, একসাথে একই ছবিতে আসতে পারেন শাকিব খান ও কাজী মারুফ। শাকিব খানের গ্রীনকার্ড নেবার সময় দীর্ঘদিন প্রবাস যাপনেই কাজী মারুফের সাথে পুরোনো শীতল সম্পর্কের অবসান হয়। তারা এখন পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। তাই দুজনকে একই ছবিতে দেখা যাবে কি-না, এমন প্রশ্নে কাজী মারুফ বলেন,‘ শাকিবই অফার করেছে আমাকে, তার সাথে ছবি করার জন্য। বলেছে আমার বাবাকে গল্পটা লিখতে। এখন দেখা যাক। তবে এটুকু আশ্বস্ত করতে পারি আমরা এক মুভিতে আসব খুব শিগগিরই।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com