• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:০৯
সর্বশেষ :
ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিং সহকারী শ্যামলীর বিরুদ্ধে অসৎ আচরণ অনিয়ম ও দু র্নী তির অভি যো গ শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অবৈ ধভাবে জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা তালায় তথ্য সংগ্রহকালে সাংবাদিককে ১০ দিনের কা রা দ ন্ড! আবারো পরিত্যক্ত অবস্থায় শ্যামনগরে ৩৮ পিচ দেশীয় অ স্ত্র উ দ্ধা র আশাশুনিতে জামায়াতে ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ আশাশুনির বুধহাটায় পুকুরে বি ষ দিয়ে মাছ নিধনের অ ভি যো গ শ্যামনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ

শাবনূর গোপনে দেশ ত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিনোদন:  আমি লক্ষ্য করছি, আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর। দেখে-শুনে মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত, ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভুঁইফোড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি, কবে ফিরবো সেটা জানেন না কেউ, চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা রঙ-ঢঙ মাখিয়ে আরো কত কিছু রটাচ্ছে! আশ্চর্যের ব্যাপার, এদের দেখাদেখি মূলধারার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াও মনগড়া খবর প্রকাশ করে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় যোগ দিয়েছে।’ প্রকাশিত সংবাদ প্রসঙ্গে এভাবেই ফেসবুকে মন্তব্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা শাবনূর। নিজের মহরত হওয়া সিনেমার শুটিং এবং সংবাদ মাধ্যমগুলোকে গুজব না রটানোর অনুরোধ জানিয়ে শাবনূর আরো লেখেন, ‘তারা আমার সাথে কথা না বলে যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে। দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখানে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে বা লং হলিডেতে দেশে ঘুরতে আসি। আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। আমাকে কী ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসবো বা কখন দেশ ছাড়বো? এখানে গোপনে দেশ ত্যাগের কী আছে?’ অস্ট্রেলিয়া আসা প্রসঙ্গে তিনি লেখেন, ‘আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই চলে এসেছি। কিন্তু এতদিন পর মনে হয় কারো কারো ঘুম ভাঙল! আরো একটি কথা, যে ছবির মহরত হয়েছে সেটার শুটিং সময়মতোই হবে। আমার অস্ট্রেলিয়া ফিরে আসার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করবো, আপনারা কোনো গুজবে, বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদের সময়মতো জানাবো।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com