• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩২
সর্বশেষ :
শ্যামনগরে ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ ইছামতী নদীর ভেড়িবাধে ভাঙ্গন পরিদর্শনে উপ-সচিব ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মাগুরায় চড়া পেঁয়াজের বাজার, এক সপ্তার ব্যবধানে একশ দশ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে থাকা ২৪জন জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

শ্যামনগরের গাবুরায় কৃষকলীগ নেতাকে কু পি য়ে হ ত্যা

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৮০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
গাবুরায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার শ্যামনগরে দীপ ইউনিয়ন গাবুরায় খোলপাটুয়া কাশেম আলী কাগুজি (৫৪) নামে এক ইউনিয়ন কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (০৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে কাশেম আলী কাগুজির মাছের ঘেরের পাশে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

 

নিহত কাশেম আলী কাগুজি গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত নেছার আলী কাগুজির ছেলে ও গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।পরিবারের দাবি, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

 

স্থানীয়রা জানান, স্থানীয় আধিপত্ত, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে কাশেম কাগুজির সাথে ওই এলাকার একটি রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

 

নিহত কাশেম কাগুজির ভাতিজা মিলন কাগুজি তার চাচির বরাত দিয়ে জানান, গতকাল রাতে তাঁর চাচা কাশেম কাগুজি ও চাচি মাছের ঘের পাহারা দেয়ার জন্য ঘেরে ছিলেন। এক পর্যায়ে রাত বারোটার দিকে ঘেরে শুয়ে থাকা অবস্থায় দেশি অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। পরে তার চাচীকে ঘেরের বাসায় বেঁধে রেখে চাচা কাশেম কাগুজিকে পাশের ঘেরের রাস্তায় নিয়ে কুপিয়ে হত্যা করে।

 

মিলন আরো জানান, তার চাচার সাথে স্থানীয় লোকমান গাজী, শোকর আলী ও আবু মুসা গং দের স্থানীয় আধিপত্ত, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল বলে দাবি করেন তিনি। এর আগেও তার (চাচা কাশেম কাগুজির) ওপরে হামলা হয় বলে জানান।স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় আধিপত্ত, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম কাগুজি ও লোকমান গং দের মধ্যে বিরোধ ছিল। তারই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, দ্বীপ ইউনিয়ন গাবুরায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষর হামলায় কাশেম আলী কাগুজি নামে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সেখান থেকে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মামলা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com