শ্যামনগরে কোটা আন্দোলনে শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
/ ২২
দেখেছেন:
পাবলিশ:
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
শেয়ার করুন
শহীদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সাতক্ষীরার শ্যামনগরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শহীদ ও সাধারাণ জনগণের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ই আগষ্ট (বুধবার) বিকাল ৩ ঘটিকায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর পৌরসভা শাখার উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি হারুন-অর-রশিদ (সাচ্চু)।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী আজিজুর রহমান বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শহীদের ও সাবেক জামায়াত সমর্থিত এমপি মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী (রঃ) স্মৃতি বিজড়িত ঘটনা উল্লেখ করেন।
এ সময় অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ মাওলানা গোলাম বারী, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, প্রভাষক ফজলুল হক প্রমূখ। হাজার হাজার জনতা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শহীদ ও সাধারাণ জনগণের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।