শ্যামনগরে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
/ ১০৮
দেখেছেন:
পাবলিশ:
বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
শেয়ার করুন
ডানা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা
সাতক্ষীরা’র শ্যামনগর ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ অক্টোবর বেলা ৩.৩০ মিনিটে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার ডা. সঞ্জীব দাস এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতি তার বক্তব্যে বলেন, পূর্বের রেজুলেশন অনুযায়ী সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
উপজেলা সরকারি বেসরকারি সর্বমোট ১৬২ টি সাইক্লোন সেন্টার প্রস্তুত আছে। যদি কোন স্থানে সমস্যা হয় সাথে সাথে উপজেলা কন্ট্রোল রুম কে অবহিত করার জন্য বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা,সমাজ সেবা কর্মকর্তা আরিফুজ্জামান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি ফকির তাইজুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সঞ্জিত কুমার মন্ডল, জনস্বাস্থ্য কর্মকর্তা,মোস্তাফিজুর রহমান সহ সাংবাদিক, ইলেকট্রিক, মিডিয়া কর্মী, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান,পরিষদ সচিব, এনজিও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।