সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস যথাযথভাবে পালিত হয়েছে।২ জানুয়ারি (বৃহস্পতিবার) শ্যামনগরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, রোগীদের চেক বিতরণ ও প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন,প্রেসক্লাব সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন, ছাত্রপ্রতিনিধি মাছুম বিল্লাহ প্রমূখ বক্তব্য প্রদান করেন।
ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায়- অপরের স্বার্থে কাজ করার শক্তি কে জাগিয়ে তোলা বা উন্মোচন করা, যার যার অবস্থান থেকে ব্যক্তি এবং প্রতিটি পরিবার থেকে দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার বিষয় গুলো উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন -উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান।
https://www.kaabait.com