এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
/ ১১১
দেখেছেন:
পাবলিশ:
বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
শেয়ার করুন
শ্যামনগরে বালিভর্তি অবৈধ ডাম্পার গাড়ির চাপায় মটর শ্রমিক নিহত
শ্যামনগরে অবৈধ বালি ভর্তি ডাম্পার গাড়ির চাপায় শ্যামনগর সদর মটর সাইকেল চালক সমিতির সদস্য আব্দুল করিম (৪০)এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে শ্যামনগর সদর ইউনিয়নের দাঁতপুর গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে ২৩মে সকাল ৮টার সময় হায়বাতপুর ১৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিচের রাস্তার উপর।
প্রত্যক্ষদর্শীরা জানান,আব্দুল করিম মোটরসাইকেল যোগে শ্যামনগরে থেকে নওয়াবেকীর অভিমুখে যাচ্ছিল, অপরদিকে বালিভর্তি নাম্বার বিহিন অবৈধ ডাম্পার গাড়িটি নওয়াবেকী থেকে শ্যামনগরে আসার পথে হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আব্দুল করিম কে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বে সে মারা যায়। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ অবৈধ ডাম্পার গাড়ি আটক করলেও চালককে আটক করতে পারিনি।
এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ডাম্পার গাড়ি ও মালিক আকরাম হোসেনকে থানায় আনা হয়েছে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে, লাশ মরগে প্রেরনের প্রস্তুতি চলছে।