সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষদের হয়রাণী থেকে রক্ষা পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ (মঙ্গলবার ) উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের মৃত কালাচাঁদ গাইনের পুত্র মোঃ মাজেদ গাইন। তিনি বলেন,শ্যামনগর উপজেলার ০৭ নং মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর মৌজায় এস.এ ৩৪১,৩৭৫,৭২৫,৫৫৫ নং খতিয়ানে ৩.৮৩ একর জমি তিনি পৈত্রিক ও রেজিস্ট্রী কোবালা সূত্রে প্রাপ্ত হয়ে মৎস্য চাষাবাদের মাধ্যমে শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছে। সম্পত্তি তার প্রতিপক্ষ হেতালখালী গ্রামের মজিবর গাজী, ফজর গাইন, রফিকুল গাইন, মফিজুর গাজী সহ আরো কয়েকজন তার দখলীয় জায়গা দখলের চেষ্টা করলে তিনি সাতক্ষীরা বিজ্ঞ আদালতে, ১৪৫ ধারায় মামলা রুজু করেন।
উক্ত মামলায় নালিশী জমিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখা সহ কোনরুপ জমির আকৃতি, প্রকৃতি, পরিবর্তন করবেন না এবং ওসি, শ্যামনগর থানা ব্যবস্থা নিবেন। সে মোতাবেক স্ব-স্ব অবস্থান থেকে মৎস্য চাষাবাদ করতে থাকাবস্থায় ৫ আগস্টের পূর্বে ০৭ নং মুন্সীগঞ্জ ইউনিয়নের নামধারী সন্ত্রাসী এবং মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ নেতাদের নিয়ে তার ঘের দখল করার লক্ষ্যে তার উপর অন্যায় অত্যাচার নির্যাতন করে।
তিনি এবিষয়ে বিজ্ঞ আমলী ০৫ নং আদালত, সাতক্ষীরা বরাবর একটি মামলা রুজু করেন। মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকাবস্থায় তাকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য প্রাণ নাশের ভয়-ভীতি হুমকি দেওয়ায় তিনি এবিষয়ে গত ইং- ২৪/০২/২০২৫ তারিখে শ্যামনগর থানায় ১১০২ নং সাধারণ ডায়েরী করেন। তার প্রতিপক্ষরা বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানোর জন্য গত ইং- ০১/০৩/২০২৫ তারিখ তাদের ঘেরে সাদা মাছ মারার জন্য বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে। অত:পর গত ইং- ০৩/০৩/২০২৫ তারিখ তাকে ফাঁসানোর জন্য অ-নিবন্ধিত “ভয়েস অব সুন্দরবন” নামক একটি অনলাইন পোর্টালে তাকে সহ তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে একটি মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত এক সংবাদ সম্মেলন করে।
বর্তমানে তার প্রতিপক্ষরা তাকে জব্দ ও হয়রানী করার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে দখলীয় জায়গা গায়ের জোরে জবর দখলের পায়তারা চালাচ্ছে। প্রতিপক্ষদের অন্যায় অত্যাচারের কবল থেকে পরিত্রান পেতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
https://www.kaabait.com