• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

শ্যামনগর প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন যশোর আর.এন রোড গ্রামের ইসমাইল হোসেন বাবুর মেয়ে ইসমিতা জাহান(২৪)।

 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন,আমি সুস্থ মন্ত্রিকে কাহারও প্ররোচনা ব্যতীত পেশ করিতেছি যে, কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খুন্দিপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র মোঃ আরিফুল ইসলাম এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত আনুমানিক ৫ বছর পূর্বে পরিচয় হয়। সেই সুবাদে আরিফুল ইসলামের সহিত আমার ভালবাসার সু-সম্পর্ক গড়ে ওঠে। আমি যশোর সরকারি সিটি কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা দিয়েছি। বর্তমানে আমি প্রাপ্ত বয়স্ক এবং পরিপূর্ণ সাবালিকা। আমি আরিফুল ইসলামের সঙ্গে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহন করি। কিন্তু আমার পরিবার আমাদের ভালবাসার সম্পর্ক মেনে না নেওয়ায় এবং আমাকে আরিফুল ইসলামের সহিত যোগাযোগ বিচ্ছেদ করার জন্য মানসিক ভাবে নির্যাতন করে। এক পর্যায়ে আমার পিতা অন্য একটি ছেলের সাথে বিবাহ করার জন্য আমার উপর চাপ সৃষ্টি করে। তখন আমি আমার বাসা থেকে স্ব-ইচ্ছায় কাহারও প্ররোচনা ব্যতীত বাসা থেকে বাহিরে এসে আরিফুল ইসলামের গ্রামের বাড়ীতে আসিয়া সাতক্ষীরা বিজ্ঞ আদালতের আইনজীবির মাধ্যমে গত ২৩/০৯/২০২৪ তারিখে ১০০+৫০= ১৫০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পের উপর লিখিত পড়িত করে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং বর্তমানে আমি স্বামীর ঠিকানায় অবস্থান করছি।

 

এই সংবাদ আমার পিতা জানতে পেরে আমার স্বামীর বাড়ীতে ১৫/১৬ জন ব্যক্তিকে নিয়ে খুন্দিপুর গ্রামে গত ২৪ সেপ্টেম্বর আসে। আমার পিতা বলে যে, তোর সামনে দুইটি অপশন আছে।হয় আমার সাথে যেতে হবে, তাহা নাহলে তাজ্য কন্যা করা হবে। তখন আমি আমার স্বামীর আশ্রয়স্থল বেছে নেওয়ায় আমার পিতা আমার স্বামী তথা স্বামীর আত্মীয় স্বজনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

 

উক্ত ঘটনা অতিবাহিত হওয়ার পর আমার স্বামী আরিফুল ইসলামের আত্মীয় স্বজন যশোর জেলার কোতয়ালী থানার নলডাঙ্গা রোডে অবস্থানরত চাচা শ্বশুর মোঃ সাইফুল ইসলাম, চাচড়া ফাঁড়ি এলাকায় ডালমিল পশ্চিম পাড়ায় অবস্থানরত চাচা শ্বশুর মিজানুর রহমানকে জানমালের ক্ষয়-ক্ষতি করার জন্য লোক মারফত প্রাণ নাশের ভয়-ভীতি হুমকি ধামকি দিচ্ছে।

 

তাহা ছাড়া আমার স্বামীর আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িত করার জন্য কৌশল অবলম্বন করছে।তাই আপনাদের লেখনীর মাধ্যমে আমি যাতে স্বামী গৃহে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারি এবং আমার পিতা কর্তৃক যাতে শ্বশুর বাড়ীর আত্মীয় স্বজনের মিথ্যা মামলা, হামলা করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com