• রবিবার, ২০ জুলাই ২০২৫, ১২:৩৪
সর্বশেষ :
অসুস্থ হয়েও মঞ্চে বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির সাতক্ষীরায় বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি আওতায় মৌন মিছিল শহীদ আসিফের ১ম শাহাদাত বার্ষিকীতে কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ শহীদ আসিফের কবর জিয়ারত করলেন দেবহাটা উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ জুলাই-আগস্টে শহীদদের স্মরণে মহম্মদপুরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ ডোমরার বিলে কচুরিপানায় বন্ধ খরস্রোতা খাল, পানির সংকটে লক লক্ষ মানুষ ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের যৌথ অভিযান: নেট-পাটা ও জাল উচ্ছেদে কঠোর পদক্ষেপ কাদা-পানিতে চলাচলে ভোগান্তি, বিদ্যালয়ে যাওয়া কষ্টসাধ্য দেবহাটায় অসহায় গৃহহীনদেরকে ইউএনওর টিন ও চেক বিতরন দেবহাটায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে অচল জনজীবন, নিম্নাঞ্চল প্লাবিত

শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করছে শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন

সাতক্ষীরা প্রতিনিধি / ১৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। টানা এক সপ্তাহ ধরে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে   এক বোতল করে ঠাণ্ডা পানি বিতরণ করেছেন শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন।
(৩০ এপ্রিল) মঙ্গবার দুপুরে সাতক্ষীরা শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন শহরের পাকাপোল ব্রিজের উপরে ২৫০০  বোতল পানি বিতরণ করা হয়।  তীব্র দাবদাহের মধ্যে শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে পানি পেয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ মানুষ বলেন, এই তীব্র গরমের মধ্যে পানি বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাক‌লে আরও ভা‌লো হ‌বে।
শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন পক্ষ থেকে বলা হয়, বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে পানি  বিতরণ করছি। ক্ষুদ্র সামর্থ্যের ভিতর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রচণ্ড তাপদাহে মানুষ যাতে পানি পান করে সেজন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি।গরীবের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ।ভ্যান-রিক্সা চালক   চালককে খাবার পানি দেয়ায় উপকার হচ্ছে। শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের মতো সমাজের আরও সামর্থ্যবান ব্যক্তিরা গরীবের পাশে দাড়ালে ভালো হতো। যতদিন পর্যন্ত তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষ থেকে পানি বিতরণ চলমান থাকবে।
প্রসঙ্গত, শুধু শুধু সাতক্ষীরা নয়; বৃষ্টির জন্য দেশজুড়েই চলছে হাহাকার। প্রায় দুই সপ্তাহ ধরে চলমান তাপদাহে দেশের মধ্যে যেন মরুর গরম নেমেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com