• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:০৯
সর্বশেষ :
বগুড়ায় বিদেশী পি স্ত ল ও গুলি উদ্ধার আশাশুনিতে পুরোহিত পুত্রের বিতর্কিত স্টাটাস নিয়ে তোলপাড় নওগাঁয় বিএনপি নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত  দেবহাটায় যুব ও ক্রীড়া উপদেষ্টার শহীদ আসিফের কবর জিয়ারতসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ বগুড়ায় সড়ক দূর্ঘটনায় দুইজন নি হ ত ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে বগুড়ায় সাতবেকী আশ্রয়ন প্রকল্পের ঘরের বেহাল দশা আশাশুনিতে বাড়ির আঙিনা থেকে নারীর গলা কা টা ম র দেহ উদ্ধার

সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতা রফিক খানের মার্কেট নির্মান; দ্রুত উচ্ছেদের দাবী

নিজস্ব প্রতিনিধি / ২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
সরকারি জমি দখল করে আওয়ামীলীগ নেতার মার্কেট নির্মান;

যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে টানা পাঁচবার সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে গড়ে তোলা পাঁকা স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করার নোটিশ প্রেরণের পরও কোন ক্ষমতাবলে এখনো নিজ দখলে রেখে দিয়েছে আওয়ামী লীগ নেতা রফিক খান! জেলা প্রশাসকের পক্ষ থেকে তার দখলে রাখা খাস জমি থেকে সরে যাওয়ার নোটিশ’কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কি ক্ষমতা বলে কুক্ষিগত করে রেখেছে এই আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ওরফে রফিক খান ওরফে রফি মেম্বার।

 

তৎকালীন জেলা  প্রশাসক স্বাক্ষরিত ০৫.৪৪.৪১০০.০০৫.০৪.০০৭.২০-৫১৯ (৮) নম্বার স্বারক মুলে গত ১০-১২-১৪২৬ বাংলা, ২৪-০৩-২০২০ ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, যশোর রাজস্ব শাখা হতে উচ্ছেদ কেস নম্বর: (সদর) ০৮/০৩/xiii/২০১৮-১৯ একটি নোটিশ পাঠায় অভিযুক্ত (রফিক খানের) অনুকুলে সেখানে উল্লেখ করা হয়েছে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রূপদিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম, আপনি যশোর জেলার সদর উপজেলাধীন ২২২ নম্বর রূপদিয়া মৌজার আর, এস- ০১ খতিয়ানের ৩৭৫ দাগের কাঁচা রাস্তা শ্রেণীভূক্ত ০.০৬৫০ একর জমি (আংশিক) অননুমোদিত ভাবে ভোগদখল করছেন।

 

যেহেতু আপনি বর্ণিত জমিতে অননুমোদিতভাবে ভোগ দখল করেছেন, সে কারণে আপনাকে নোটিশ জারির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ দায়িত্বে দখল এবং স্থাপনা অপসারণ করার জন্য ১৯৭০ সনের সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল পূর্ণ উদ্ধার) অধ্যাদেশ এর ৫(১) ধারা মোতাবেক নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় আইন অনুভবে উচ্ছেদ করা হবে বলে নোটিশে উল্লেখ করেন। কিন্তু এনিয়ে পাঁচবার নোটিশ আদেশ অমান্য করে স্ব-স্থানে বহাল তবিয়তে রয়েছেন দখলদার ওই আওয়ামী লীগ নেতা।

 

এরমধ্য বাংলা ৬ কার্তিক ১৪৩০ ও বাংলা ২২ অক্টোবর ২০২৩ ইং তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে সিনিয়র সহকারী কমিশনার এস.এম. মুস্তাফিজুর রহমান কর্তৃক স্বাক্ষরীত একটি উচ্ছেদ তাগিদপত্র যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে পেরণ করেন যার সূত্র- বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনার স্বারক নং- ০৫.৪৪.০০০০.০০২.০৭.০০৯.২২.৪৭৭, তারিখ- ০৮-০৮-২০২৩ খ্রি। সেখানে বলা হয় উপরক্ত বিষয় ও সূত্রক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে যশোর জেলার সদর উপজেলাধীন রূপদিয়া মৌজায় সরকারি খাস সম্পত্তি হতে অবৈধ দখলদার উচ্ছেদের বিষয়ে কার্যকর ব্যাবস্থা গ্রহণপূর্বক এ কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন।

 

অথচ ওই আওয়ামী লীগ নেতা রফিক খান এখন পর্যন্ত সরকারি এই সম্পত্তির উপরে বহাল তবিয়াতে থাকলেও কিসের বলে উচ্ছেদ ঠেকিয়ে বহাল তবিয়তে রয়েছেন তা নিয়ে চরম সংশয়ে রয়েছেন এলাকাবাসী। আওয়ামী লীগ নেতা রফিক খানের দখলে থাকা সরকারি এই সম্পত্তি অতিসত্বর উদ্ধারের দাবী এলাকাবাসীর।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com