সাতক্ষীরা রেঞ্জ বুড়িগোয়ালিনী বন বিভাগের অভিযানে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সফেদ আলীর ছেলে ইয়াছিনের বাড়ির ফ্রিজ থেকে তিন কেজি সুন্দরবনের শিকারকৃত হরিণের মাংস উদ্ধার।বুড়িগোয়ালিনী ফরেস্ট ইস্টেশন কর্মকর্তা ও সিপিজি’র সদস্যদের সহযোগিতা বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বেলা ১২ টার দিকে হরিণের মাংস উদ্ধার করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১২ টায় গাবুরা ইউনিয়নে চকবারা গ্রামের ইয়াছিন বাড়ি’র ফ্রিজ থেকে আনুমানিক তিন কেজি সুন্দরবনের স্বীকারকৃত হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় ফরেস্ট সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনা স্থলে পৌঁছালে ইয়াছিন গাজী বাড়ি থেকে পালিয়ে যায়। সে কারণে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন,ইয়াছিন গাজীকে আসামি করে বন আইনে মামলা দায়ের করা হবে এবং উদ্ধার অভিযানের কাজ চলমান থাকবে। কাউকে সুন্দরবন থেকে হরিণ স্বীকার করে মাংস বিক্রি এবং ধরার সুযোগ দেওয়া হবে না।
https://www.kaabait.com