• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫
সর্বশেষ :
তালায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মানা ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ বিরোধী জনসচেতনতামূলক সভা বিশ্ব কীটনাশক মুক্ত দিবস উপলক্ষ্যে শ্যামনগরে মানববন্ধন তালায় পাঁচ মাস পর ক ব র থেকে এক নারীর লা শ উত্তোলন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের জরুরী বর্ধিত সভায় গঠনতন্ত্র বিষয়ে আলোচনা  চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রধান শিক্ষকরের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে সাতক্ষীরায় ৭০ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাটকেলঘাটায় ধান চাউল সংগ্রহের উদ্বোধন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নকিপুর বাজার পরিদর্শন  তালার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আ ট ক

সালাউদ্দিনের হতাশা নারিন-মঈনদের নিয়ে

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

স্পোর্টস: কুমিল্লা ভিক্টোরিয়ানসে মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জনসন চার্লসের মতো নামিদামি সব বিদেশি ক্রিকেটার। তবু এবার শিরোপার লড়াইয়ে ব্যর্থ দলটি। ফাইনালে বিদেশি ক্রিকেটাররা সবাই নিষ্প্রভই থেকেছেন। ওপেনিংয়ে নেমে নারিন ৪ বলে করেন ৫ রান। চারে নেমে ১৭ বল খেলে চার্লসের ব্যাট থেকে এসেছে ১৫ রান। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থ মঈন রান আউটে কাটা পড়েন ৩ রান করে। রাসেল অবশ্য ব্যাটিংয়ে ছোটখাটো একটা ঝড় তুলেছেন। তবে শেষ ওভারে সেই ঝড় থামিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিদেশিদের পারফরম্যান্স নিয়ে হতাশাই ফুটে উঠল কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠে, ‘আমাদের বিদেশিরা সেভাবে পারফর্ম করতে পারেনি। যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা হয়নি। এমনটা হতেই পারে।’ বিদেশিরা আশানুরূপ পারফরম্যান্স না করার প্রভাব পড়েছে বলে মনে করেন সালাউদ্দিন, ‘কিছুটা তো প্রভাব পড়েছেই। সাধারণত তাদের মধ্য থেকে এক-দুইজন পারফর্ম করলেও কিন্তু ভালো হতো। যেটা তাদের কাছ থেকে আমরা আশা করি। চেষ্টা করব সামনের বছর যেন আরো শক্তভাবে ফিরতে পারি।’ বিদেশিদের নিয়ে হতাশা থাকলেও দলে স্থানীয়দের পারফরম্যান্স নিয়ে খুশি সালাউদ্দিন, ‘স্থানীয়দের নিয়ে আমি খুশি। জেতার জন্য তাদের যে মন-মানসিকতা, সেটা ঠিক ছিল। এই ইতিবাচকটা নেওয়া যায়।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com