• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:৩৯
সর্বশেষ :
পাটকেলঘাটায় কাচামালের আড়ৎ উদ্বোধন করলেন সাবেক এমপি হাবিব শ্যামনগর থেকে ইট ভাটায় যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সং ঘ র্ষে ৫জন নি হ ত  দেবহাটার সখিপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা শাখার আয়োজনে গণসমাবেশ ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও সমাবেশ শ্যামনগরে মাদকদ্রব্যসহ আটক -৩ সাতক্ষীরা থেকে শ্যামনগর বংশীপুর ভেটখালী রাস্তার বেহাল দশা নবাগত জেলা প্রশাসকের সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময়  বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশন দিবসে র‍্যালী ও আলোচনা সভা 

সুন্দরবনে বেড়েছে বাঘের খাদ্য হরিণসহ পাঁচ প্রজাতির বন্যপ্রানী

প্রতিনিধি: / ১৯১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বেড়েছে হরিণসহ পাঁচ প্রজাতির বন্যপ্রানী। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্ যা কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) সার্বিক সহযোগিতার প্রকাশিত জরিপে বিশ্ব ঐতিহ্য সু
ন্দরবনে তিন প্রজাতির বন্যপ্রাণী হরিণ, বানর, বন্যশুকর বাড়ার তথ্য মিলেছে।

জরিপে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে গুইসাপ ও সজারু। এছাড়া চলমান ক্যামেরা ট্রাকিং জরিপের প্রাথমিক তথ্য বিশ্লেষণ
করে সুন্দরবনের বাঘ বাড়ারও তথ্য মিলছে। তবে আগামী ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের বা
ঘের সঠিক সংখ্যা জানা সম্ভব হবে বলে পূর্ব সুন্দরবন বিভাগ সূত্রে জানাগেছে।
সুন্দরবন বিভাগ সূত্রে জানা যায়, জোয়ারের সময় সমুদ্রের লোনা পানিতে প্লাবিত জীববৈচিত্র্যে ভর
পুর সুন্দরবনে ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী থাকলেও বাঘের খাদ্য মাত্র পাঁচ প্রজাতির বন্যপ্রাণী হরি
ণ, বানর, বন্যশুকর গুইসাপ ও সজারু। গোটা সুন্দরবনে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ডি
সেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্যা কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) সার্বি
ক সহযোগিতার বাঘের খাদ্য পাঁচ প্রজাতির বন্যপ্রাণীর হরিণ, বানর, বন্যশুকর, গুইসাপ ও সজারুর
জরিপ করা হয়। সম্প্রতি প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, যেখানে ২০০৪ সালের জরিপে চিত্র
ল ও মায়া হরিণের সংখ্যা ৮৩ হাজার থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৪টি, বানর ৫১
হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৪৪টি, বন্যশুকর ২৮ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৭
হাজার ৫১৫টি। সুন্দবনে এবারই প্রথম জরিপে অন্তভূক্ত হওয়া গুইসাপ রয়েছে ২৫ হাজার ১২৪টি ও
সজারু রয়েছে ১২ হাজার ২৪১টি।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, সুন্দরবনে বাঘের পর্যাপ্ত প্রাণী খা
দ্য রয়েছে। বিশ^ ঐতিহ্য এলাকা এই ম্যানগ্রোভ বন দস্যুমুক্ত হওয়া, স্মার্ট পেট্রোলিংসহ বন বিভা
গ, র‌্যাব, কোস্টগার্ড এর
কঠোর নজরদারীর কারনে হরিণসহ বন্যপ্রাণী শিকার অনেক কমে এসেছে। পাশাপাশি সুন্দরবনে অভয়া
ণ্যের আয়তন বাড়িয়ে ৫১ ভাগ করায় অনুকুল পরিবেশে বাঘের খাদ্য হরিণ, বানর ও বন্যশুকরের সংখ্
যা অনেক বেড়েছে। এবারই প্রথম জরিপে অন্তভুক্ত করা গুইসাপ ও সজারুর সংখ্যাও জানাগেছে। বাঘে
র খাদ্য পাঁচ প্রজাতির বন্যপ্রাণীর জরিপে দেখাগেছে সুন্দরবনে এখন সব মিলিয়ে এসব বন্যপ্রাণী র
য়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯২৮টি। জার্মানির কেএফডবিøউ ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহয়তায়
আইইউসিএনের সহযোগিতার সাম্প্রতিক প্রকাশিত জরিপ রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে।
তিনি আরও জানান, আবাসস্থলসহ সুন্দরবনের বাঘ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার ফলে চ
লমান ক্যামেরা ট্রাকিং জরিপে বাঘ বাড়ারও তথ্য মিলছে। আগামী ২৯ জুলাই বিশ^ বাঘ দিবসে সুন্দরব
নে জরিপ কাজ শেষ হবে। তখন সুন্দরবনের বাঘের সঠিক সংখ্যা জানা সম্ভব হবে বলেও জানান এই বন
কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com