সেই চুমু খাওয়া নায়িকাকে ডিপজলের গরু উপহার

বিনোদন ডেস্কঃ ঢালিউডের পরিচিত মুখ শিরিন শিলা। চলতি বছরের মে মাসে তিনি আলোচিত হয়েছিলেন এক ছিন্নমূল কিশোরের চুমু খেয়ে। এই নায়িকাকে কোরবানির ঈদে গরু উপহার দিয়েছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মনতাজুর রহমান আকবর পরিচালিত ঘর ভাঙা সংসার সিনেমায় ডিপজলের বিপরীতে দেখা যাবে তাকে। বুধবার (৩০ আগস্ট) মগবাজারে অনুষ্ঠিত সিনেমাটির এক সংবাদ সম্মেলনে গরু উপহার পাওয়ার কথা জানান এই নায়িকা নিজেই।

সাংবাদিকদের এক প্রশ্নে শিরিন শিলা বলেন, ডিপজল ভাই আমাকে গরু উপহার দিয়েছেন। কারণ আমি যখন তার সঙ্গে সিনেমাটির কাজ করেছি তখন কোরবানির সময় ছিল। সে সময় উনার খামারে অনেক গরু ছিল, সেখান থেকে মিশা সওদাগর ভাই ও আমিসহ যারা ছিলেন তাদের গরু উপহার দেন ডিপজল ভাই।

ডিপজলের সঙ্গে ‘ঘর ভাঙা সংসার’ ছাড়াও জিম্মি নামের আরেকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন এই নায়িকা।

প্রসঙ্গত, ২২ মে ঢাকার ধামরাইয়ে ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং চলাকালীন সময় এক ছিন্নমূল কিশোর শিরিন শিলার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে। কিছু বুঝে ওঠার আগেই ওই কিশোর শিলাকে প্রকাশ্যে চুমু খায়। পরে সেখানে থাকা লোকজন ওই যুবককে সরিয়ে নেয়। সবশেষে সেই যুবককে শিলার কাছে নিয়ে যাওয়া হয় এবং ওই যুবক শিলার পা জড়িয়ে ধরে ক্ষমা চায়।

SHARE