রেজাউল করিম রোমেল
স্বাধীনতা….
তোমার জন্য
অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছিল
বিদ্রোহী বাঙ্গালী জনতা ৷
স্বাধীনতা….
তোমার জন্য
একাত্তরের নরপিশাচ ভয়ে পালিয়ে ছিল
শত প্রলোভন ছেড়ে ৷
স্বাধীনতা….
তোমার জন্য
পিরোজপুরের ছেলেহারা ছখিনা বিবি
আজো কাঁদে‐
রক্তে ভেজা জামাটি বুকে নিয়ে ৷
স্বাধীনতা….
তোমার জন্য
আজ আমরা পেয়েছি
লাল সবুজ পতাকায়
পৃথিবীর বুকে এক স্বাধীন ভূখন্ড ৷