ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন শিক্ষিত জাতি
ছাড়া উন্নত দেশ গঠন সম্ভব নয়। এ জন্য শেখ হাসিনা সরকার শিক্ষার উন্নয়নে
নানামূখী কার্যকর পদক্ষেপ নিয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে
বিনামূল্যে বই তুলে দিয়ে শেখ হাসিনা সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ
করে এমপি রশীদুজ্জামান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি
শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য মানসম্মত
শিক্ষার কোন বিকল্প নাই। তিনি বলেন, কোচিং ও নিয়োগ বাণিজ্য এবং অদক্ষ
অযোগ্য ব্যক্তিকে ম্যানেজিং কমিটিতে অন্তর্ভূক্ত করায় শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্থ
হচ্ছে। তিনি শিক্ষার মান বাড়াতে দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে নিয়োগ এবং
ম্যানেজিং কমিটিতে অন্তর্ভূক্ত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
তিনি সোমবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে উন্নতমানের বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব
কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা
ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা
ঢালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা প্রকৌশলী
শাফিন শোয়েব, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, শাহজাদা মোঃ আবু
ইলিয়াস, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল, রহিমা আক্তার
শম্পা, দীপক কুমার, মাসুমা বেগম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল
আজিজ, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল।
অনুষ্ঠানে জাইকা’র অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায়
উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৭২ জোড়া উন্নতমানের বেঞ্চ প্রদান করা হয়।
https://www.kaabait.com