• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৭
সর্বশেষ :
দেবহাটায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন নিরাপদ সড়কের জন্য দুই রাজনৈতিক নেতার প্রতিশ্রুতি নিলেন ইলিয়াস কাঞ্চন জেন্ডার ট্রাসফরমেটিভ ওয়াশ বিষয়ক কর্মশালা শ্যামনগরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৩ ধানদিয়ায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত দেবহাটায় শহীদ আসিফ স্মৃতি ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা বাদল গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দা ফ ন সম্পন্ন মনিরামপুরে ব্র্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা ২ প্রকল্পের মাসিক সভা অনুষ্ঠিত আশাশুনির দরগাহপুর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

৩ দিনে ও মেরামত করা যায়নি দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ : পানি বন্দি মানুষের মানবেতর জীবন যাপন

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৯৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
পানি বন্দি মানুষের মানবেতর জীবন যাপন

পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ গত ৩ দিনে ও মেরামত করা যায়নি। ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সুপেয় পানির চরম সংকট সহ চরম দুর্ভোগে পড়েছেন পানি বন্দি হাজার হাজার মানুষ। প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ।

 

উল্লেখ্য গত ২২ আগস্ট বৃহস্পতিবার উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে  দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে হাজার হাজার মানুষ গত ৩ দিন বাঁধ মেরামতের চেষ্টা করছে। প্রথম দুই দিন যেটুকু মেরামত করা হয় তা জোয়ারের পানিতে ভেসে যায়।

 

সর্বশেষ বৃহস্পতিবার প্রায় দুই হাজার মানুষ দিনভর কাজ করে তিন ভাগের দুই ভাগ মেরামত করতে সক্ষম হয়। এদিকে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করতে না পারায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। প্রায় ১৫ হাজার মানুষ গত তিন দিন পানি বন্দি হয়ে রয়েছে। শত শত কাঁচা ঘরবাড়ি ধ্বসে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে এখানকার মানুষ। দুর্গত এলাকায় প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে বেশির ভাগ মানুষ। দারুণ মল্লিক গ্রামের শিমুল সরকার বলেন এখানে তেমন কোন আশ্রয় কেন্দ্র নাই , যার কারণে নিরাপদ কোন আশ্রয়ে যাওয়ার ব্যবস্থা নাই। সুপেয় পানির চরম সংকট সহ রান্না খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা নেই বলে জানান গৃহবধূ সীমা সরকার। ঘরবাড়ি ধ্বসে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন বলে জানান সবিতা সরকার। ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা। গত ৩ দিন মানবেতর জীবন যাপন করছেন বলে জানান ৭৫ বছরের বৃদ্ধ রবি মন্ডল।

 

পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত বাঁধ মেরামত সহ পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ। রোববার বাঁধ মেরামত কাজ সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। সরকারি সহায়তা প্রদান এবং  বাঁধ মেরামত কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন কাজ করছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com