মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রাম বাজারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে প্রার্থী এ্যাড: নিতাই রায় চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশে একটি ফ্যাসিবাদ কায়েম করেছিলো।আঠারো বছর দেশে কোন ভোট হয়নি ভোটের নাটক হয়েছে।
তিনি আরও বলেন, ধানের শীষ হচ্ছে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিক। যারা ধানের শীষের বাইরে, তারা কেউ বিএনপি হতে পারে না। ধানের শীষের বাইরে কেউ লড়াই করলে জনগণ প্রত্যাখ্যান করবে। এখানে যারা নেতাকর্মী উপস্থিত হয়েছে, তাদের অধিকাংশ জেল খেটেছে। আপনারা ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করুন।
৪নং রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড: খাঁন রোকনুউজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা জর্জ কোর্টের পি পি (মহিলা ও শিশু) এ্যাড: মনিরুল ইসলাম মুকুল ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. এম এম রইস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এ্যাড: আহসান হাবীব খান সোহেল, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, ৪নং রাজাপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মির্জা মনোয়ার হোসেন,রাজাপুর ইউনিয়ন নেতা মেজর আলী খান ও বিএনপি নেতা মানিক রায় প্রমূখ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com