রাকিবুল হাসান
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষে"নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর জাতীয় মহিলা সংস্থার আয়োজনে র্যলি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৬ ডিসেম্বর সকাল ১০ উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে র্যলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যলি শেষে পথসভা বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষিকা শাহানা হামিদ, নকশি কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন প্রমুখ। এসময় বিভিন্ন এলাকার নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com