আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে সিআইডি। বহুল আলোচিত জুলাই হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদির গ্রেফতারের দাবিতে সরকারকে আলটিমেটাম দেয় ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)’। সংগঠনটির অভিযোগ— আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্ট আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে জড়িত ছিলেন।
রোববার (২৪ আগস্ট) জেআরএ তাদের ফেসবুক পোস্টে আরও সতর্ক করে জানায়— আফ্রিদিকে গ্রেফতারের আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। তিনি বাংলাদেশেই আছেন। কোনো নাটক নয়, সোজাসাপ্টা গ্রেফতার করতে হবে।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির এই গ্রেফতারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com