প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৫, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১:৫৭ পি.এম
আশাশুনিতে উকুন মারা ফিরোর ডাল খেয়ে যুবকের মৃ ত্যু
আশাশুনিতে উকুন মারা ফিরোডাল খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মহাসিন (২৪)। তার বাড়ি উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামে।
এসআই মোমরেজ জানান, খালিয়া গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফি গাজীর ছেলে মহাসিন সোমবার (২৫ নভেম্বর) সকালে খাওয়া দাওয়া শেষে বাড়ির সবার অজান্তে পাশে ঘেরের বাসায় গিয়ে ফিরোডাল খায়। এরপর বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলো। এক পর্যায়ে মাথা চক্কর দিতে থাকলে বন্ধুরা টের পেয়ে তাকে বাড়ি নিয়ে যায়।
পরিবারের লোকজন দ্রুত চেউটিয়া বাজারে গ্রাম ডাক্তার কৃষ্ণপদর কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।
এক সপ্তাহ আগেও সে ফিরোডাল খেয়েছিল বলে জানা গেছে। বিএনপি নেতা বোরহান উদ্দীন বুলু জানান,নসে মানসিক ভারসাম্যহীন রুগী। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এস আই মোমরেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় আশাশুনি থানায় অপমৃত্যু মামলা (৫৬ তাং২৫/৬/২০২৪) রুজু করা হয়েছে হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com