আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটির আয়োজনে সপ্তাহের ৭ম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন, আশাশুনি সরকারি হাই স্কুলের শিক্ষক সেলিনা আক্তার। সঙ্গীত পরিবেশন করেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী প্রিয় মল্লিক, আফরোজা ফাতেমা, মায়িশা মৌনতা, দেবজ্যোতি কুন্ডু, চন্দ্রিমা সরদার ও সেলিনা আক্তার।
সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে ও মেরিন ফিশারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ।
আলোচনা রাখেন মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম প্রমুখ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com