আশাশুনিতে নাশকতা ঠেকাতে উপজেলাব্যাপী পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আশাশুনি থানা পুলিশ উপজেলার আশাশুনি সদর, বড়দল, কাদাকাটি, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর, শ্রীউলা, শোভনালী ও কুল্ল্যা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলোতে পুলিশ যৌথভাবে মহড়া প্রদান করে।
মহড়া প্রদান কালে গোয়ালডাঙ্গা বাজারের তিন রাস্তা মড়ে থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের সাথে বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন এর নির্দেশে নাশকতা পরিকল্পনা ও বিশৃঙ্খলা পরিস্থিতি ঠেকাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের মহড়া দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, দেশের ভিতরে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি। থানা পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি আশাশুনিতে কোনো অপরাধীরা বিশৃঙ্খলা ও নাশকতা পরিকল্পনা করার সাহস পাবে না। এরপরেও যদি কেউ নাশকতা পরিকল্পনা করার চেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় এসআই আব্দুর রশিদ, অনাথ মিত্র, রাজিব মন্ডল, এএসআই নাজির হোসেন, ইকবাল হোসেন সহ থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com