আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু ও পাঁচ দফা দাবিতে আশাশুনিতে জামায়াতে ইসলামী লিফলেট বিতরণ করেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় আশাশুনি বাজারের সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
জেলা জামায়াতের আমির সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন।
এ সময় জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওঃ আব্দুল গফফার, উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য এ বি এম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি মাওঃ আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আগামী ১২ নভেম্বর বিকাল সিড়ে ৪টায় জেলা জামায়াত আয়োজিত গণ-মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com