প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ২:১৫ পি.এম
আশাশুনিতে পুরোহিত পুত্রের বিতর্কিত স্টাটাস নিয়ে তোলপাড়
আশাশুনিতে এক মন্দিরের পুরোহিত পুত্রের দুর্গাপূজা অনুষ্ঠান সম্পর্কে বিতর্কিত স্টাটাস দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এনিয়ে পুলিশ, ডিএসবি ও ডিজিএফআই মাঠে নেমেছেন বলে জানা গেছে।
জানাগেছে, আশাশুনি সদর কালি মন্দিরের পুরোহিত পবিত্র চক্রবর্তীর ছেলে সমীরণ চক্রবর্তী সমীরণ সম্প্রতি তার ফেস বুকের টাইম লাইনে বিতর্কিত স্টাটাস দিয়েছেন। যাতে দেশের সমালোচনা করে ঠাকুরের মূর্তি ভাঙ্গা, দেশের বেশীর ভাগ মন্দিরে ৫ লক্ষ টাকা করে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। স্টাটাসটি অনেকে স্কিনসার্ট করে রাখেন।
ব্যাপক সমালোচনা শুরু ও প্রতিবাদ শুরু হলে সমীরণ টাইম লাইন থেকে স্টাটাসটি ডিলেট করে নেন।
বিষয়টি জনমনে ব্যাপক ক্ষোভ ও জিজ্ঞাসার সৃষ্টি করে। এনিয়ে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত শুরু করেছেন।
এব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। যাচাই বাছাই চলছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com