বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির দুই অংশ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথম পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ও কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপি (একাংশ) সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সভাপতিত্বে সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক আহবায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম আহবায়ক শওকত হোসেন, রবিউল আওয়াল ছোট, আঃ আলিম, তাঁতী দলের আহবায়ক আমীর হোসেন বাদশা, শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স, কৃষক দলের আহবায়ক লিয়াকত আলী, সদস্য সচিব আঃ কাদের, যুব দলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আক্তার, ছাদিক আনোয়ার ছট্টু, সরদার রুহুল আমিন, শফিউল আলম সুজন, ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, কুল্যা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মঞ্জুরুল আলম, শ্রীউলা সাবেক আহবায়ক আঃ মালেক, সাবেক সদস্য সচিব মফিজুল ইসলাম, বিএনপি নেতা মঙ্গল চন্দ্র সরকার মেম্বার, আক্তার হোসেন, শোয়েব আলী, গোলাম মোস্তফাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপি (একাংশ) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর ইউনিয়ন পরিষদের সামনে রেখে র্যালি বের করে।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আছিফুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন বাবুর সঞ্চারনায় সভায় আলোচনা রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, সাবেক সহ সভাপতি ও সাবেক সদর ইউনিয়ন সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সহ সভাপকি এড গোলাম গনি দুদু, যুগ্ম আহবায়ক সাহরিয়ার জামান, জুলফিকর আলী জুলি, বিএনপি নেতা মিজানুর রহমান, খালিদুজ্জামান টিপু, কবির আহমেদ, ইব্রাহিম গাজী, আঃ ওহাব, আব্দুল্লাহ আল মামুন, জহির উদ্দীন, আজগর আলী, হাফিজুর রহমান, খোরশেদ আলম, আল আমিন, আশরাফুল আলম মুকুল, আঃ লতিফ, আঃ কুদ্দুছ, যুব দল নেতা ফিরোজ আহমেদ জজ, স্বেচ্ছাসেব দল সিঃ যুগ্ম আহবায়ক জাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব আশিকুজ্জামান আশিক, যুগ্ম আহবায়ক আঃ মজিদ, সাজিনুর রহমান সাজু, মতস্যজীবি দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুজ্জামান সবুজ, কলেজ ছিত্রদলের সভাপতি সুমন আলী, সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com