প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৭:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ১:৩৭ পি.এম
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করলেন এসিল্যান্ড
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে বিশ্বের বৃহত্তম ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে আশাশুনি উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা এ কে এম মাহবুবুল হক, অফিস সহকারী সোলাইমান হোসেন, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচি (আইডিপি-কোষ্ট) এর আশাশুনি উপজেলা ম্যানেজার আছাদুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার দাবি প্রবাল কুমার বিশ্বাস, ব্রাঞ্চ ম্যানেজার বিসিইউপি মন্জুয়ারা খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার দাবি মিঠুন মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা চত্বর ও মানিকখালী ব্রিজ থেকে শুরু করে ব্র্যাক অফিস সংলগ্ন সদর ইউনিয়নের দুর্গাপুর স্কুল পর্যন্ত ১০০০টি কদবেল গাছ, ১০টি বকুল ফুল গাছ, এবং ১০টি কৃষ্ণচূড়া গাছ সহ বিভিন্ন ফুলের চারা রোপন করা হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com