আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় রেজাউল সানা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদরের আমতলা মোড়ে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে। স্থানীয় সূত্র জানা গেছে, রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে আমতলা মোড়ে পৌঁছালে ঘোলা থেকে সাতক্ষীরা গামি (খুলনা মেট্রো জ-০৫-০০৩৪) যাত্রীবাহী বাসের চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লোকজন ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকা থেকে বাসটিকে আটক করে। এসময় উত্তেজিত জনতা বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। তবে ঘাতক বাসটির ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি আশাশুনি থানায় আটক ছিল।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com