আশাশুনিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে পাখির বাসস্থান নিশ্চিত করতে গাছে বাসা স্থাপন 
বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: ‘পাখি শিকার বন্ধ করি, অভয়াশ্রম রক্ষা করি’ এ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে পাখির বাসস্থান নিশ্চিত করতে গাছে ঝুড়ি স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশাশুনি থানা ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে অতিথি পাখির অভয়াশ্রম তৈরীর শুভ উদ্বোধন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, ওসি (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, ফাউন্ডেশনের সভাপতি ইজাজ ইকবাল হিমেলসহ স্বপ্নছোঁয়া পরিবারের সদস্যবৃন্দ, আলোর কাফেলা ও আমরা বন্ধু সংগঠনের প্রতিনিধি দল। অনুষ্ঠানে ‘এভাবেই একদিন অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হবে আশাশুনির পথ প্রান্তর’ ঘোষণা দিয়ে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি থানা চত্বরের গাছগুলোতে শতাধিক ঝুড়ি বেঁধে পাখির বাসস্থান নিশ্চিত করা হয়।