আশাশুনির তালবেড়িয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের তালবেড়িয়া গ্রামে।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগে ও সরেজমিন ঘুরে অর্জুন কুমার মন্ডল ও তার ভাই রবীন্দ্রনাথ মণ্ডলের সাথে কথা বলে জানা গেছে, তালবাড়িয়া গ্রামের মৃত কালিপদ মন্ডল এর পুত্র শচীন্দ্রনাথ মন্ডল গংদের একই গ্রামের মৃত শুকলাল মন্ডলের পুত্র সত্য রঞ্জন মন্ডল, তারক মন্ডল, বিনয় কৃষ্ণ মন্ডল ও সত্য রঞ্জন মন্ডলের পুত্র রাজেশ মন্ডলের সাথে দীর্ঘদিন যাবত তালবাড়িয়া মৌজার ৬২নং জে.এল, ৭৮ ও ১২২ নং খতিয়ানর ১১৫ দাগে ২৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
উক্ত জায়গা জমি নিয়ে প্রতিপক্ষরা দখলে যাওয়ার পায়তারা করলে শচীন্দ্রনাথ মন্ডল বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৭/১২/২৫ তারিখে ১৪৫ ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় (ওসি) আশাশুনি থানাকে এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন। পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার
জন্য লিখিত নোটিশ প্রদান করেন।
অথচ প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে পাকা ঘর নির্মাণ কাজ গায়ের জোরে চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে প্রতিপক্ষ তারক মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন আদালতের নিষেধাজ্ঞ ১১৫ দাগ। সেখানে আমরা কাজ করছি না ১১৭ দাগে কাজ করছি। অভিযোগকারী শচীন্দ্রনাথ মন্ডল গংরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আদালতের নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com