আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন হাড়িভাঙ্গা, নাটানা, সব্দলপুর, কুমারখালী, থালনা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডাঃ মোঃ বিল্লাল হোসেন।
নবমির দিন সন্ধ্যায় পরিদর্মনে গিয়ে তিনি মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
ব্যবসায়ী ইকরামুল কবির, সাংবাদিক এম এম রুহুল আমিন, মারুফ বিল্লাহ, আব্দুর রহিম ডালিম, মাহমুদুল হাসান, মনিরুল ইসলাম, আল মামুন, আলী আহসান মোহাম্মাদ মোজাহিদ, ফারুক হোসেন, আল-আমিন হোসেন, সেলিম রেজা গোলাম মোস্তফা প্রমুখ তার সাথে ছিলেন।
অনুষ্ঠানে ডাঃ বেলাল হোসেন উপস্থিত অতিথি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলামের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট হাড়িভাঙ্গা মেইন সড়ক থেকে স্কুলগামী ইটের সোলিং রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্ধ দেওয়ার আহ্বান জানান।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com