শ্যামনগর উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রনী খাতুনের সাথে পৌরসভায় অবস্থিত শ্যামনগর ফুটবল একাডেমি খেলোয়ারদের সৌজন্য সাক্ষাৎ।
সোমবার ৬ জানুয়ারি বেলা ১২.৩০ মিনিটে নিবার্হী অফিসারের কার্যালয় নিবার্হী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফ্রি এম এম মজনু ইলাহী,শ্যামনগর ফুটবল একাডেমির কোর্স মোঃ আখতার হোসেন, খেলোয়ার শারাফাত হোসেন, মিলন হোসেন,শামীম হোসেন,লিটন হোসেন প্রমুখ।
নির্বাহী অফিসার তার বক্তব্য বলেন, ফুটবল খেলোয়াড়দের মান উন্নয়ন করার জন্য যা যা করার দরকার আমরা সেটি করব। যুব সমাজকে খেলার দিকে অগ্রসর করতে হবে।
খেলোয়াড়দের খেলার মাঠ সুন্দর করার জন্য দ্রুত কাজ করা হবে। ফুটবল খেলাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com