ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তরের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১০ নভেম্বর)সোমবার খুলনার সিএসএস আভা সেন্টারে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী, কাশিমাড়ী, ভুরুলিয়া ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের মোট ৩২ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রতিনিধিদের রূপকল্প নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাজেট প্রক্রিয়া বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা আরও অংশগ্রহণমূলক, জনবান্ধব ও কার্যকর হয়।
দুই দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ইউনিয়ন পরিষদের কার্যকর পরিকল্পনা প্রণয়ন, সম্পদ ব্যবস্থাপনা, পরিস্থিতি বিশ্লেষণ, খাত নির্বাচন ও অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন বিষয়ে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। কর্মশালায় দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে শেখার সুযোগ পান অংশগ্রহণকারীরা।
প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদি। সার্বিক পরিচালনা ও সমন্বয়ে ছিলেন রূপান্তর প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।
সমাপনী সেশনে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ইউনিয়ন পর্যায়ের রূপকল্প ও বাজেট পরিকল্পনা প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও টেকসই করবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com