
অনলাইন ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (৪ ডিসেম্বর) এ সাজা কার্যকর করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এ তথ্য জানায় টাইম্স অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা এবং অপহরণে সহায়তা করার অভিযোগ আনা হয়েছিল। গত মে মাসে চারজনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার (৩০ ডিসেম্বর) ইরানের সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ড বহাল রাখে। ইরানে দুই মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ ও উত্তেজনার মধ্যেও এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এছাড়া জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ, অপহরণ ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে অন্য তিনজনকে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। ইরান ও ইসরাইল চরম আঞ্চলিক শত্রু। দুই দেশ দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে ছায়া যুদ্ধে লিপ্ত।