ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজ শেষে তাওহীদি জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ধর্ম প্রাণ মুসল্লিরা জুম্মার নামাজের পর উপজেলার সদরের সকল মসজিদ থেকে মিছিল নিয়ে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে। পরে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, বর্বরোচিত হামলার প্রতিবাদ সম্বলিত নানা শ্লোগান লেখা প্লাকার্ড নিয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্বরে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও সদর ইউপির চেয়ারম্যান আক্তারুজ্জামান, যুব দলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, হেফাজতে ইসলামের আমীর হাফেজ আবু তালহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান মামুন, বড়রিয়া এ ডাব্লিউ ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক আবু নাঈম, বাজার মসজিদের ইমাম মাও: ওলিউল্লাহ, ব্যাপাড়ী পাড়া জামে মসজিদের ইমাম মাও: বিলাল হোসেন প্রমূখ।
বক্তারা এসময় ইসরায়েলি পণ্য বয়কট এবং জাতিসংঘকে যুদ্ধ বন্ধের ভূমিকা পালন করার আহ্বান জানান। পরে বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা হাফেজ মাহমুদুল হাসান।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com