বিনোদন: আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন হলো। এরইমধ্যে সংবাদ পাঠিকা থেকে এসেছে নানা রকম কৃত্তিম চরিত্র। তবে এআই শিল্পী আইজাক সম্পর্কে অনেকেই হয়তো জানেন। তবে মজার তথ্য হলো কৃত্তিম এই শিল্পী গান করেন। প্রকাশ পেয়েছে তার গাওয়া গান। তবে এবার আর একটি দুটি গান নয়, আইজাকের গাওয়া গান নিয়ে প্রকাশ পেলো একটি অ্যালবাম। অ্যালবামের নাম দেয়া হয়েছে ‘কৃত্রিম জগত’। এই প্রজেক্টের স্বপ্নদ্রষ্টা হলেন কানাডা প্রবাসী এআই-প্রেমী কর্মী আহমেদ। অ্যালবামে আটটি গান রয়েছে, যার মধ্যে সাতটি গানের কম্পোজিশন দুই দশক সামনে ব্যান্ড ইউ-টার্ন এবং অল্টারনেশন নামক ব্যান্ডের সঙ্গে করেছিলেন কর্মী আহমেদ। জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবনী শক্তির মাধ্যমে সেই গানগুলোকে এবার বাস্তবরূপে প্রকাশ সাধন হয়েছে। অ্যালবামে প্রতিটি কন্ঠ এবং বাদ্যযন্ত্র এআই প্ল্যাটফর্ম ‘সুনো’ ব্যবহার করে যতেœর সাথে তৈরি সাধন হয়েছে। এই প্রক্রিয়ায় গানের লিরিক্সকে একটি নির্দিষ্ট আকার ও স্টাইলে সাজানো হয়। কাজী আহমেদ প্রতিটি ট্র্যাককে ৩০-৩৫টি ভিন্ন আঙ্গিকে তৈরি করেন এবং এআই প্ল্যাটফর্ম ‘লালাল’-এর মাধ্যমে আলাদা ট্র্যাকগুলোকে সমন্বিত কম্পোজিশনে সাজান। নতুন অ্যালবাম নিয়ে কর্মী আহমেদ বলেন, ‘একটি সারপ্রাইজ ট্র্যাক বাদে এই অ্যালবামের বাকি গানগুলো সম্পূর্ণরূপে সুনো এআই ব্যবহার করে তৈরি সাধন হয়েছে। প্রতিটি কণ্ঠ, সুর, বাদ্যযন্ত্র ইত্যাদি প্রযুক্তির সাহায্য তৈরি সাধন হয়েছে। এই প্রক্রিয়া আমার মতো নতুনদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে সাহায্য করবে বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘এআই এবং আমাদের বাস্তব জগতের সমন্বয়ে অনুপ্রাণিত হয়ে অ্যালবামের নাম ‘কৃত্রিম জগত’ রাখা হয়েছে। অ্যালবামের মূল আকর্ষণ এআই আর্টিস্ট আইজাক।’ কাজী আহমেদ ২০০০ দশকের শুরুতে আর্টসেল, বø্যাক, ক্রিপ্টিক ফেইট-এর মতো আইকনিক ব্যান্ডস থেকে অনুপ্রাণিত হয়ে নিজ যাত্রা শুরু করেন। ২০০১-২০১০ সালের মধ্যে তিনি অসংখ্য গানও লিখেছেন, যার মধ্য থেকে ৭টি গান এই অ্যালবামে জায়গা করে নিয়েছে। ‘কৃত্রিম জগত’ অ্যালবামটি স্পটিফাই, অ্যাপল মিউজিক এবং ইউটিউব মিউজিকে পাওয়া যাচ্ছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com