কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া পৌরসভায় পয়:বর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯মার্চ) সকালে উপজেলার গোপিনাথপুরে ওই পয়:বর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন করা হয়।

কলারোয়া পৌরসভার সার্বিক তত্বাবধানে, সিমাভির আর্থিক সহযোগিতায় ও আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন
সংস্থা  প্র্যাকটিক্যাল এ্যাকশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতাকেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন-পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও প্র্যাকটিক্যাল এ্যাকশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড.শওকত আরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রোগ্রাম অফিসার মিস শাহনাজ পারভীন মীনা, পৌা সচিব তুষার কান্তি দাস, কাউন্সিলর জিএম শফিউল আলম, রফিকুল ইসলাম, মেজবাহ উদ্দীন লিলু, আলফাজ উদ্দীন, আসাদুজ্জামান তুহিন, আকিমুদ্দিন আকি, ইমাদ হোসেন, সন্ধ্যা রাণী বর্মন, ফারহানা হোসেন, পানি ও বিদ্যুৎ ইঞ্জিনিয়ার এসএম সোহরাওয়ার্দী হোসেন, ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট কার্যসহকারী শেখ ইমরান
হোসেন, করনির্ধারক নাজমুল ইসলাম সহ অন্যান্যে অতিথিবৃন্দ।