কালিগঞ্জ উপজেলার কৃৃৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে জুলকার হোসেন(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলকার ওই গ্রামের ইসমাইল গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে খেলতে বের হয় সে, দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা।
একপর্যায়ে খেলার সাথী ইব্রাহিম, শওকত ও রোহানের কাছে জিজ্ঞাসা করলে তারা জানায়, জুলকার গোসল করতে নেমে পুকুরে ডুবে যায়।
দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে ৩টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে নেওয়ার ২ ঘণ্টা পূর্বে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com