সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ৬ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। এমনই এক ঘটনা কালিগঞ্জ উপজেলার সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কুমার গাইন এর বিরুদ্ধে।
উপজেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন এর কাছ থেকে প্রাপ্ত সেবা খাতের বাজেট থেকে প্রাপ্ত অর্থনৈতিক কোড ৩২৬৫১০৬ ঘেটে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পোষাক বাবদ ২০ হাজার টাকা ২০২৩ -২৪ অর্থ বছরের প্রদান করা হয়নি।
কেন তাদের অনুদান পায়নি বিষয়টি প্রধান শিক্ষককের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তাদের বলেছি কিন্তু তারা সময় পাচ্ছেনা। একই নথির অর্থনৈতিক কোড ৪১১২৩০৬ এর বিপরীতে নিয়ম ছাড়াই গবেষণা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি বাবদ ১লক্ষ ২০ হাজার টাকা, ৩২৫৬১০২ কোড রাসায়নিক দ্রব্যাদি বাবদ ৩৫ হাজার টাকা, ৩২৫৮১০৫ কোড অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জাম (মেরামত বাবদ) ৩৫ হাজার টাকা, ৪১১২৩১২ কোড শিক্ষা ও শিক্ষা উপকরণ বাবদ ৩৫ হাজার টাকা খরচ করা হয়েছে।
এব্যাপারে গোপাল কুমার গাইন বলেন যে, আমাদের এই মালামাল গুলো আগামীকাল ১১ জুলাই আসবে তখন আমরা হিসেব দেখাবো। মালামাল ক্রয় এর ক্ষেত্রে কোন নিয়ম মানা হয়নি। রেজুলেশন করা হয়নি, বিজ্ঞানাগারের মালামাল ক্রয়ের ক্ষেত্রে কোন নিয়ম মানা হয়নি। কোটেশন নেওয়া হয়নি, দরপত্র আহব্বান করা হয়নি। উপজেলা হিসাব রক্ষণ অফিস থেকে ১১ ও ১৫ জুন ২০২৪ তারিখে ছাড় করানো ৫ লক্ষ ৫১হাজার ৫৫২ টাকা কোথায় তার অস্তিত্ব খুঁজতে গেলে অনেকে বলেন যে, টাকাটি তার ব্যক্তিগত একাউন্টে জমা করে আত্মসাৎ এর পায়তারা চালানোকালে চাওর হয়ে উঠে।
বিষয়টি নিয়ে তোলপাড় হলে গত ৯ জুলাই মঙ্গলবার তড়িঘড়ি করে ধুরন্দর প্রধান শিক্ষক গোপাল কুমার গাইন সাতক্ষীরা জেলা সদর থেকে উচ্চ মুল্যে কিছু বই ও ক্রীড়া সামগ্রী ক্রয় করে অফিসে রেখেছে। ঐ স্কুলের জনৈক্য সিনিঃ শিক্ষকসহ একাধিক শিক্ষক ও কমিটির সদস্য এ প্রতিনিধিকে জানান, ভারপ্রাপ্ত হেড স্যার সকলের কাছে তথ্য গোপন করে সেবাখাতের লক্ষ লক্ষ টাকা ব্যাক্তি একাউন্টে নিয়ে আত্মসাৎ এর চেষ্টা করলে আমরা জানতে পেরে প্রতিবাদ জানাই।
এসময়ে গত ৯ জুলাই তিনি তড়িঘড়ি করে শিক্ষকদের নিয়ে মিটিং ডেকে দোষ স্বীকার করে। অবশেষে নিয়ম মোতাবেক সেবাখাতের মালামাল ক্রয় শুরু করেছেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com