সাতক্ষীরার শ্যামনগরে কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ২৪ ফুট থেকে ৩৪ ফুট পর্যন্ত প্রশস্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে অ্যাডভোকেট খান আব্দুস সালামের উদ্যোগে শ্যামনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট খাঁন আব্দুস সালাম, পল্লী চিকিৎসক গ,ম, আব্দুস সালাম, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক মনিরুজ্জামান বিপ্লব, মো: মনিরুল ইসলাম, ঠিকাদার মো: জাবের হোসেন, পল্লী চিকিৎসক মো: ফারুক হোসেন, শেখ জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সওজ ও জনপদ বিভাগ রাস্তার দুই পাশের সকল অবৈধ স্থপনা উচ্ছেদ করেছে তাহলে এই জন গুরুত্বপূর্ন রাস্তাটি কেন ৩৪ ফুটের পরিবর্তে ২৪ করা হবে। এই বৈষম্য আমরা মানতে পারিনা। তাদের দাবি না মানলে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা।
এসময় স্বেচ্ছাসেবী সংঘঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com