প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৫, ১:৪৮ পি.এম
কৃষ্ণনগরে দুই সন্তানকে বি ষ পান করিয়ে নিজেও বি ষ পান করছে মা
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে কালিকাপুরে নিজের দুই শিশুসন্তানকে বিষপান করিয়ে মা নিজেই বিষপান করে মৃত্যু চেষ্টা করলে পরিবারের লোক বুঝতে পেরে তাৎক্ষণিক শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুর মৃত্যু নিশ্চিত করেন।
এবং মা রত্না খাতুন কে শ্যামনগর হাসপাতালে ওয়াশ করার মাধ্যমে জীবিত নিশ্চিত করেন।
কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ হাসান এর স্ত্রী রত্না খাতুন (৩০), ও তার দুই শিশু পুত্র মাহির-(৫) বছর ও আরিয়ান (৯ মাস) গর্ভধারিনী মা নিজেই বিষ পান করিয়ে মৃত্যু চেষ্টা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু ২ টা মারা গেছে।
রত্না খাতুন কে শ্যামনগর হাসপাতালে ওয়াশ করা হয়েছে সে এখনো বেঁচে আছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com