সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কোমরপুর ফুটবল মাঠে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ক্যাম্পেইন ২২ অক্টোবর বুধবার চক্ষু শিবির ক্যাম্পের পরিচালক আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাইটসেভার্স ও ব্রাকের অর্থায়নে আত্মমানবতার সেবায় নিয়োজিত কোমরপুর মানব কল্যান সংগঠন ও কোমরপুর যুব সংঘ এবং খুলনা বিএনএসবি শিরোমণি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যেগে চক্ষু শিবির চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এখানে ছয়শত টাকার বিনিময়ে চোখের ছানি অপারেশন, ডায়বেটিস, হাইপ্রেসারসহ বিভিন্ন রোগের ১৯৬ জন পুরুষ ও ২৪৪ জন মহিলা রুগীকে সেবা প্রদান করা হয়। তবে যে সমস্ত ছানিপড়া রোগীদের বয়ষ্ক/ বিধবা ভাতার কার্ড আছে তাদেরকে সম্পূর্ণ ফ্রি চোখের ছানি অপারেশন করা হবে বলে জানিয়েছে কতৃপক্ষ।
চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্রাক কর্মকর্তা মাহবুবুর রহমান, কোমরপুরের বিশিষ্ট সমাজ সেবক মোজাম্মেল হক, শিক্ষক মাহবুবুর খাঁ, কোমরপুর যুব সংঘের সভাপতি মো. সায়ফুল্লাহ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, আ: খালেক, বোরহান, শহিদ,শফিকুল ইসলামসহ প্রমুখ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com