কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের ডিআরআর সিসিএ প্রকল্পের মাধ্যমে কারিতাস জার্মানি এবং বিএমজেড এর আর্থিক সহায়তায়, খুলনা আঞ্চলিক অফিসের মাইকেল এ. ডি. রোজারিও হল রুমে আজ (২৭নভেম্বর) বৃহস্পতিবার জলবায়ু অভিবাসি ও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে একটি লিংকেজ মিটিং করা হয় । সভায় জলবায়ু অভিবাসী জনগোষ্ঠীর সমস্যা কিভাবে সমাধান করা যায় এটাই ছিলো মুল প্রতিপাদ্য বিষয়।
লিংকেজ মিটিং এ স্বাগত বক্তব্য প্রদান করেন ড. সুমন কুমার মালাকার, প্রোগ্রাম অফিসার, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কারিতাস খুলনা অঞ্চল এবং শুভ উদ্বোধন করেন খুলনা মহিলা অধিদপ্তরের উপপরিচালক (অ: দা:) সুরাইয়া সিদ্দীকা।
সভায় খুলনা মহিলা অধিদপ্তরের উপপরিচালক (অ: দা:) সুরাইয়া সিদ্দীকা বলেন, বিভিন্ন ক্যাটাগরি পূরণ করে সহায়তা প্রদান করতে তাদের অনেক হিমশিম খেতে হয় । তিনি উদাহরণ দিয়ে বলেন V.W.D কার্ড সুবিধা আছে কিন্তু মানুষ পাই না। সরকারি পলিসি অনুযায়ী ৩৫ বছরের মধ্যে তো কোন দম্পতি দুইটি সন্তানে জন্ম দিতে পারেন । তাই ৩৫ বছরের বেশি হলে এটা আর সফটওয়্যার পোস্টিং দেওয়া সম্ভব হয় না।
তিনি পরিশেষে তিনি মাইগ্রেনদের উদ্দেশ্যে বলেন আপনার মাইগ্রেনদের নিকট থাকবে তারা তত বেশি সুবিধা নিতে পারবেন।
খুলনা সমাজসেবা অধিদপ্তর-২ থেকে সমাজ সেবা কর্মকর্তা জনাব সরদার আলী আহসান বলেন, আমরা কেসিসি- এর মাধ্যমে ভাতা দিয়ে থাকি। মাইগ্রেনদের জন্য বড় সমস্যা হলো কিছুদিন ভাতা পাওয়ার পর অন্যত্র চলে যায়। ফলে আমাদের ভাতা কার্যক্রম চালিয়ে যেতে প্রচুর সমস্যার সম্মুক্ষীন হয়।
লিংকেজ মিটিং এর সমাপনীতে সিনিয়ার একাউন্ট্যান্ট এন্ড এডমিন, কারিতাস খুলনা অঞ্চল, মিজানুর রহমান বকুল বলেন, জলবায়ু অভিবাসীদের উদ্দেশে আজ আপনারা যে সেবা সমূহ সম্পর্কে জানতে পারলেন ,পরবর্তীতে এই সকল সুযোগ যেন নিজেরা গ্রহন করতে পারেন এবং অন্যদেরকে নিতে সহযোগিতা করতে সচেষ্ট থাকেন।
এছাড়াও লিংকেজ মিটিংএ উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা, আঞ্চলিক নির্বাচন অফিস, বিসিক, ওয়াসা, টিসিবি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ, রেড ক্রিসেন্ট ,নবলোক, জেজেএস সহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।
লিংকেজ মিটিং কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর পবিত্র কুমার মণ্ডল ও আরবান টিম।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com