প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ১০:০৪ এ.এম
খোকা রে মোর
খোকা রে মোর জানিস কি তুই
তুই তো আমার অংশ,
তোর তরে ওই রক্ষা হবে
ভবিষ্যতের বংশ।
তোর মায়ের তুই দেহের অংশ
জানা কি তোর আছে,
তোর তরেতে মোদের আশা
বাঁচতে সুখটা সাচে।
জানিস খোকা জীবন মনে
শ্রেষ্ঠ পিতা মাতা,
পিতা-মাতায় রাখবি ভক্তি
তারাই জন্মদাতা।
পিতা- মাতা সরল ভেবে
রাখিস নারে দূরে,
পৃথিবীতে সবচে আপন
ডাকবি মিষ্টি সুরে।
দিস নে ধোকা ভেবে বোকা
পরান মনে কষ্ট,
পিতা-মাতার আশিস পেয়ে
তোর বিপদ সব নষ্ট।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com