প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৮:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ১২:৫২ পি.এম
ছুটি
মাহফুজ রেজা
ইবলিশ শয়তান
ডেকে বলে, ভাই রে,
রমজান মাস এলে
কাজে কামে নাই রে।
কিছু বদ ব্যবসায়ী
ওরা করে মোর কাজ
এমন কু-কাম করে
দেখে বড় পাই লাজ।
ওদের কু- কাম দেখে
মাঝে মাঝে মনে হয়,
ওরাই আমার গুরু
গুরু আমি মোটে নয়।
রমজানে ওরা ভাবে
দ্বি-গুণ মুনাফা চাই,
লোকেদের ক্ষতি হোক
লাভ নেবো পুরোটাই।
তাই ভাবি ছুটি নেবো
রমজান পুরো মাস,
ওদের হীন কর্ম দেখে
বেড়ে যায় হা- হুতাশ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com