জমকালো আয়োজনে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিন ব্যাপী অনুষ্ঠানের কর্মসূচিতে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের আয়োজনে হাজারও শ্রোতাদের উপস্থিতে অনুষ্ঠিত হয় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় মধ্যরাত পর্যন্ত পালাক্রমে খুলনা, সাতক্ষীরা থেকে আগত হাঁড়িভাঙ্গা সুরঝংকার একাডেমির মিউজিশিয়ানদের সহযোগিতায় এন্ড্র মনির, সাথী, সুমন পাখি, আব্দুর রাজ্জাক, আলিশা অনু, মেঘলা ঋষত্বিক প্রমুখ গান ও নৃত্য পরিবেশন করেন।
ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে থানার তদন্ত অফিসার রফিকুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, দপ্তর সম্পাদক মাহবুবুল হাসনাইন টুটুল, সদস্য শরিফুল ইসলাম শরীফ সহ সকল সদস্যরা প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য জগদীশ চন্দ্র সানা, মোঃ হাবিবুল্লাহ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছোট্টু, সম আক্তারুজ্জামান, বুধহাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, সমন্বয়ক আকাশ হোসেন, বুধহাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আল, ইউপি সদস্য আক্তার হোসেন প্রমুখ। এর আগে রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর কর্মসূচিতে বেলা ১১টায় র্যালির মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়।উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি কার্যালয়ের সামনে গিয়ে র্যালী শেষ হয়।
পরে বিআরডিবির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, সহ-সভাপতি এম এম সাহেব ও সাংগঠনিক সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম সকল অতিথিবৃন্দ ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের নিয়ে কেক কাটেন। কেক কাটা শেষে অতিথিবৃন্দ আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পাশাপাশি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মামুদ চঞ্চল, সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাবেক সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, দপ্তর সম্পাদক মাহাবুবুল হাসনাইন টুটুল, সদস্য শরিফুল ইসলাম শরীফ, নুরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com