ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক জোট ও আসন সমঝোতার চিত্র। তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটে না গিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গেই নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছে। দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে এ সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
বুধবার জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের দুদফা বৈঠক হয়। বৈঠকে জোটের কাঠামোর চেয়ে আসন সমঝোতার বিষয়টি গুরুত্ব পায়। সংস্কার, বিচার ও রাজনৈতিক বন্দোবস্তের মতো মৌলিক বিষয়ে দুই দল একমত হয়েছে বলে জানা গেছে।
আসন বণ্টনে এনসিপি অন্তত ৫০টি আসনের দাবি তুললেও জামায়াত ৩০টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে। আলোচনায় ৩০ থেকে ৫০টি আসনে সমঝোতার সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। এসব আসনে এনসিপির বর্তমান মিত্র এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রার্থীরাও থাকতে পারেন।
এনসিপি নেতারা জানিয়েছেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতার সুযোগ আপাতত বন্ধ থাকায় জামায়াতের সঙ্গেই বাস্তবসম্মত ঐক্যে পৌঁছানো হচ্ছে। তবে আসন সমঝোতা হলেও এনসিপির সব প্রার্থী নিজস্ব ‘শাপলা কলি’ প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com